একটি আদর্শ নার্সারির জন্য জমি ও পলিব্যাগ নার্সারি বেড প্রস্তুতকরণ

নার্সারির জন্য জমি প্রস্তুতকরণঃ (Nursery Land Preparation)

একটি আদর্শ পলিব্যাগ নার্সারি তৈরির লক্ষ্যে জমি নির্বাচন করার পর, এটিকে অবশ্যই নার্সারির উপযোগী করে প্রস্তুত করে নিতে হবে। জমিতে বীজ বপণের আগে যেসমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে তা নিম্নে তুলে ধরা হলোঃ

  • জমিকে অবশ্যই চাষ দিয়ে নিতে হবে।
  • চাষ দেয়ার পর অথবা বীজ বপনের পূর্বে জমিতে গরুর গোবর, তেলের খৈল, অথবা অন্য যেকোনো জৈব সার দিতে হবে।
  • প্রতিবছর একই জমিতে একই চারাগাছ জন্মালে রোগ হু হু করে বেড়ে যেতে পারে। সুতরাং প্রতিবছর একই জাতীয় চারাগাছ উৎপাদন করা বুদ্ধিমানের কাজ নয়। মাটিতে সবুজ সার বৃদ্ধির জন্য মাঝে মাঝে ধনচে চাষ করতে পারেন।
চারা গাছ লাগানোর পদ্ধতি
চারা গাছ লাগানোর পদ্ধতি

নার্সারি বেড প্রস্তুতকরণঃ (Nursery Bed Preparation)

নার্সারিতে সজীব ও শক্তিশালী চারাগাছ উৎপাদন করা বেশ কষ্টের কাজ। ভালোমানের চারাগাছ উৎপাদনের জন্য নার্সারির একপাশে আলাদাভাবে কয়েকটি স্তর করে নেওয়া উচিৎ যাকে নার্সারি বেড বলা হয়ে থাকে। সাধারণত নার্সারিতে দুই ধরণের বেড প্রস্তুত করা হয়।

  1. জমিতে নার্সারি বেড
  2. পলি ব্যাগ এ নার্সারি বেড

জমিতে নার্সারি বেড তৈরীর নির্দেশনাসমূহঃ (Nursery Bed Preparation Guide)

  • প্রথমত জমিতে স্তর প্রস্তুত করার লক্ষ্যে পরিখা ও পার্শ্ব পরিখা খনন করতে হবে। তারপর খননকৃত পরিখা থেকে মাটি নিয়ে পাশে স্তর তৈরী করতে হবে। প্রতিটি স্তরের উচ্চতা হবে ৪ থেকে ৬ ইঞ্চি।
  • প্রতিটি পরিখার স্তরগুলোর প্রশস্ততা হবে ৮ থেকে ১২ ইঞ্চি এবং গভীরতা হবে ৪ থেকে ৬ ইঞ্চি।
  • প্রতিটি স্তরের মধ্যবর্তী দূরত্ব রাখতে হবে ১৬ থেকে ২০ ইঞ্চি।
  • প্রয়োজনে স্তর সমূহে বাঁশ অথবা ইট দিয়ে বেড়া দেওয়া যেতে পারে।
  • একেকটি স্তরের দৈর্ঘ্য ২০ ফুট ও প্রস্থ ৪ ফুট হতে পারে। তবে প্রয়োজনে নিজের মতো ক্যালকুলেশন করে নেওয়া যেতে পারে।
  • স্তরগুলো উত্তর-দক্ষিণ মুখী করে তৈরী করা উচিৎ। তাহলে স্তর গুলো দিনের অধিকাংশ সময় সূর্যের এল পাবে।
  • স্তরের মাটিগুলো অবশ্যই কোদাল দিয়ে আলগা ও ঝুরা ঝুরা করে নিতে হবে। এবং এটির গভীরতা রাখতে হবে ৮ থেকে ১২ ইঞ্চি।
  • মাটির থেকে যেকোনো ধরণের ঘাস, মূল, ইটের টুকরা, কাঠের টুকরা, পাথরের টুকরা, ইত্যাদি ময়লা আবর্জনা খুব সতর্কতার সহিত তুলে ফেলে দিতে হবে।
  • যদি নিজের জমির মাটি যথেষ্ট ভালো না হয়, তবে অন্য কোথাও হতে ভালো মানের মাটি সংগ্রহ করতে হবে।
  • অতঃপর স্তর প্রস্তুত করতে জমির উপর ৪ ইঞ্চি উচ্চতা পর্যন্ত ধূলিমলিন ঝুরঝুরে মাটি রাখতে হবে। তারপর গরুর গোবর দিয়ে শোয়া ইঞ্চি গভীর পর্যন্ত সম্পূর্ণ স্তরটিকে ঢেকে দিতে হবে। কোদাল অথবা শাবলের সাহায্যে মাটির সাথে পরিমান মতো রাসায়নিক সার ভালোভাবে সংমিশ্রণ করে নিতে হবে। অতপরঃ সমস্ত স্তরগুলোতে পানি ছিটিয়ে দিতে হবে যাতে গোবর, রাসায়নিক সার ও মাটি খুব ভালোভাবে সংমিশ্রিত হতে পারে। সবশেষে স্তর গুলোকে কর্দমাক্ত করে ঢেকে রাখতে হবে, তবেই স্তর গুলো তৈরির কাজ সম্পন্ন হবে।
নার্সারি বেড
নার্সারি বেড

পলিব্যাগ নার্সারি বেড প্রস্তুতকরণঃ (Nursery Bed in Polybag)

  • পলিব্যাগে স্তর প্রস্তুত করতে আপনাকে প্রথমে ৪ ফুট প্রস্থ ও ২০, ৩০ বা ৪০ ফুট দৈর্ঘ্যের একটি জমি নির্বাচন করতে হবে পলিব্যাগ গুলো রাখার জন্য।
  • স্থানীয় বাজার থেকে বিভিন্ন সাইজের PP পলিব্যাগ অথবা পাতলা পলিব্যাগ সংগ্রহ করতে হবে।
  • পলিব্যাগ গুলিকে দুটি সারিতে ছিদ্র করতে হবে। প্রতি ব্যাগের জন্য পলিব্যাগের সাইজ এর উপর নির্ভর করে ৮ থেকে ১৬ টি পর্যন্ত ছিদ্র করতে হবে।
  • অতঃপর পূর্বের ন্যায় গোবর, রাসায়নিক সার ও পানি দিয়ে মাটিকে ভালোভাবে মিশ্রিত করে নিতে হবে। তারপর মিশ্রিত মাটি পলিব্যাগে এমনভাবে রাখতে হবে যেন ভিতরে কোনো গর্ত বা ফাঁকাস্থান না থাকে। গর্ত বা ফাঁকাস্থান থাকলে চারাগাছ মারা যেতে পারে। সঠিকভাবে পলিব্যাগে মাটি রাখতে বাঁশের লাঠি ব্যবহার করা যেতে পারে এবং পলিব্যাগের উপরের দুইপাশ দুই হাত দিয়ে ধরে ২-৩ বার ঝেঁকে নিলে মাটি গুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে।
  • মাটি ভরা হয়ে গেলে পলিব্যাগ গুলোকে যথাস্থানে পরিষ্কারভাবে রাখতে হবে। পলিব্যাগ গুলোকে পজিশন অনুযায়ী একটার সাথে একটা মেশানো অবস্থায় রাখতে হবে যাতে সাজানোর পর একটি সুন্দর লাইন দেখা যায়। খেয়াল রাখতে হবে কোনো পলিব্যাগ যেন নিস্ফলা না হয়ে যায়। যদি হয় তবে চারাগাছ একদিকে ঢলে যেতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে।
  • পলিব্যাগ গুলোকে একসঙ্গে সোজা, খাড়া ও সুসজ্জিতভাবে রাখা উচিৎ।
  • যেখানে পলিব্যাগ গুলো রাখা হবে তার চারপাশে খাড়া ভাবে বাঁশের খুঁটি স্থাপন করতে হবে।
  • অতঃপর বাঁশের চটা দিয়ে চতুর্দিকে লম্বালম্বিভাবে বেড়া দিয়ে জায়গাটি ঘিরে দিতে হবে।
পলিব্যাগ নার্সারি
পলিব্যাগ নার্সারি

আপনি এই পোস্টটি পড়তে পারেন নার্সারি কাকে বলে ও নার্সারিতে ব্যবহৃত টুলস সম্পর্কে জানতে।এছাড়াও আপনি নার্সারি সম্পর্কে ২য় পোস্টটি পড়তে পারেন গাছের চারা রোপন পদ্ধতিঃ বীজ প্রস্তুতকরণ এবং বপনের যাবতীয় বিষয়

নার্সারি কাকে বলে? চারাগাছ তৈরী করতে কি কি প্রয়োজন হয়?

নার্সারি কাকে বলে? চারাগাছ তৈরী করতে কি কি প্রয়োজন হয়?

নার্সারি কাকে বলে? ( What is Nursery? ) সহজ ভাষায় নার্সারি হচ্ছে এমন একটি স্থান যেখানে বিভিন্ন প্রকার চারাগাছ …
গাছের চারা রোপন পদ্ধতিঃ বীজ প্রস্তুতকরণ এবং বপনের যাবতীয় বিষয়

গাছের চারা রোপন পদ্ধতিঃ বীজ প্রস্তুতকরণ এবং বপনের যাবতীয় বিষয়

গাছের চারা রোপন পদ্ধতির ক্ষেত্রে প্রথমে আপনাকে অবশ্যই যথাযথ বা উপযুক্ত জমি নির্বাচন করতে হবে। জমি বাছাইকরনের সঠিক …
গোলাপ চাষ, গোলাপ গাছের পরিচর্যা ও যত্ন

গোলাপ চাষ, গোলাপ গাছের পরিচর্যা ও যত্ন

গোলাপ গাছের পরিচর্যা ও চাষের যাবতীয় বিষয়বস্তু এই পোস্টটিতে তুলে ধরা হয়েছে। এছাড়া পোস্টটিতে বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের …
আপনার অভিমত ব্যাক্ত করে আমাদের সাথেই থাকুন। আমরা নিরলস পরিশ্রম করে আপনাদের জন্য কাজ করে থাকি। আপনার একটি মন্তব্য, একটি লাইক, একটি শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে।

আপনার মতামত দিন


সাপ্তাহিক নিউজলেটার এর জন্য সাইন আপ করুন

আমাদের সাথে কানেক্টেড থাকতে আপনার ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে নিন।  ভয়ের কিছু নেই! আমরা কখনোই আপনার ইমেইল স্প্যাম করবোনা।

প্রয়োজনীয় লিংক

" আপনার পরিশ্রমকৃত অর্থে মানসম্মত পণ্য কিনুন, কেনার পূর্বে যাচাই করুন।"

আমাদের সম্পর্কে

এটি একটি মাল্টিভেন্ডর ওয়েবসাইট তাই যে কেউ এখানে বিক্রেতা হতে পারবেন। বাংলাদেশের যেকোনো স্থানে নার্সারি চারা ও নার্সারির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে, এখনি আপনার দোকানটি তৈরি করে নিতে পারেন সম্পূর্ন ফ্রিতে।

নার্সারি ব্যাবসায় শুধুমাত্র ব্যাক্তি লাভবান হয় না বরং এটি পরিবেশ উন্নয়নেও বেশ ভূমিকা রাখে। আপনি চাইলে আমাদের সাথে যোগদান করে আপনার লোকাল এরিয়ায় আজি একটি নার্সারি ব্যবসা শুরু করতে পারেন। এখানে স্মার্ট ক্যারিয়ার গড়ার যথেষ্ট সুযোগ রয়েছে।


এখানে চারাগাছের পাশাপাশি আমের সিজনে ক্যামিক্যালমুক্ত আমরুপালি আম বিক্রয় করা হয়। আপনার যদি নার্সারি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা সাহায্যের প্রয়োজন হয়, তবে আমাদের সাথে যোগাযোগ করুন এবং অনুগ্রহ করে ওয়েবসাইটটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন।

© কপিরাইট ২০২০ – ২ ০ ২ ৫, Nursery Plants BD | সকল অধিকার সংরক্ষিত | সাইটটি তৈরী করেছেন নূরুল ইসলাম

গাছ, ফল, ফুল, নার্সারি গাছ, বিভিন্ন ফুলের ছবি, ফলের ছবি
Logo
Compare items
  • Total (0)
Compare
0
শপিং কার্ট